তালতলীতে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে ন্যায্য মুল্যে কৃষকের কাছ থেকে চলতি মৌসুমে আমন ধান ও চাল সংগ্রহের ২০২০-২১অর্থ বছরে শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টার সময় খাদ্য গুদামের আয়োজনে এবং উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় আনুষ্ঠানিক ভাবে খাদ্য গুদামের ভিতরে উদ্বোধন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা চেয়ারম্যান মো: রেজবি-উল-কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, অফিসার-ইন-চার্জ মো: কামরুজ্জামান মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মুহা: আরিফুর রহমান,খাদ্য পরিদর্শক মো: নাঈম হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি কে.এম.রিয়াজুল ইসলাম ও অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্মতৎপরতায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে খাদ্য গুদামের পতিত জমিতে বিভিন্ন রকমে সবজি চাষ চোখে পড়ার মত।খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মুঠোফোনে জানান, আমন মৌসুমে তালতলী উপজেলায় সরাসরি ভাবে কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ২২১ মেট্রিকটন ধান ও ৩৭ টাকা কেজি দরে ১৪১ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।

Top