বরিশাল সদর উপজেলায় ছাত্রলীগের সভাপতি পদ শুন্য ৪ বছর পর্যান্ত আটকে রয়েছে ১০ ইউনিয়ন কমিটি
স্টাফ রিপোটার:বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি পদ শুন্য পুরন হয়নি ১ বছর ২ মাসেও। যেকারনে ১০ ইউনিয়নে ছাত্রলীগ কমিটি আটকে পরেছে। রাজনীতির মাঠে ভাঙ্গামন নিয়ে পথ চলতে হচ্ছে বরিশাল সদর উপজেলার আওয়ামী লীগের ছাত্র রাজনীতিতে। গত ২০/০১/২০১৬ ইং তারিখ বরিশাল সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সহ সভাপতি মোঃ মাহতাব হোসেন সুমন, সহ সভাপতি মোঃ শওকত হোসেন অপু, সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান সুজন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান মইন ও কে এম মেহেদী হাসান বাপ্পিকে পদে নিযুক্ত করিয়া সদর উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়েছে। যদিও এক বছরের মেয়াদে কমিটি করার ০৬/১১/২০১৯ তারিখ সাবেক সভাপতি রাসেদুল ইসলাম রাসেলকে বহিস্কৃতর পর এখনও পর্যন্ত পদটি শুন্য তালিকায় রয়েছে। এখনও পর্যান্ত সভাপতি কাউকে ভারপ্রাপ্ত না করা বা সভাপতি শুন্য পদ পূরন না হওয়ায় হতাশায় পরেছে ১০ ইউনিয়নের ছাত্রলীগ কর্মিরা। এব্যাপারে বরিশাল জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত হোসেন সুমন সেরনিয়াবাত বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা হবে।
বরিশাল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সভাপতিকে বহিস্কার করেছি। তিনি বলেন, সাধারন সম্পাদককে বহিস্কারের পর তাকে আবার স্বপদে বহাল করেছি। আবদুর রাজ্জাক বলেন, তবে সভাপতি পদটি দেখতেছি। তবে তিনি শুন্য পদটি পূরনের আশাবাদি প্রকাশ করেছেন।