বিসিসি’র অভিযান, জরিমানা বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিসি’র অভিযান, জরিমানা বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে


আলোকিত বার্তা:রমজানে ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণে ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।বুধবার (০৮ মে) পরিচালিত এ অভিযানে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের ৬টি দোকানকে মোট ১৭ হাজার টাকার জরিমানা করা হয়।

পাশাপাশি একটি দোকান বন্ধকরাসহ আরো ৫টি দোকান থেকে ট্রেড লাইসেন্স নবায়ন বাবদ ৩৩ হাজার টাকা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইমতিয়াজ মাহমুদ জুয়েল। এসময় বিসিসি’র ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম ও ট্রেড লাইসেন্স শাখার সুপারিনটেনডেন্ট মো.শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Top