লকডাউনের পথে সারা দেশ,করোনার প্রভাবে একের পর এক স্থগিত হচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন কার্যক্রম।
আলোকিত বার্তা:করোনার প্রভাবে একের পর এক স্থগিত হচ্ছে সরকারি ও বেসরকারি বিভিন্ন কার্যক্রম।রাজধানীর মিরপুরের টোলারবাগে আরও একজনের মৃত্যু হয়েছে।তার নাম মোজাম্মেল হক,বয়স ৭৬ বছর।রোববার রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান। মোজাম্মেল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন,ওই ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ ছিল বলে আইইডিসিআর নিশ্চিত করেছে।মৃত মোজাম্মেল হক একই এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা যাওয়া ব্যক্তির ঘনিষ্ঠ ছিলেন। এছাড়া দেশে আরও তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।সব মিলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। এদের সঙ্গে যোগ হবে মোজাম্মেলের নামও। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। বাকি ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে রোববার আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জামিন ও জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের বিচারকাজ মুলতবির নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিমকোর্ট।দেশের স্থলবন্দরগুলো দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। কমলাপুর রেলস্টেশন ও আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সারা দেশের সব বিপণিবিতান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।তবে সুপারশপ এর আওতামুক্ত থাকবে। বাংলাদেশ শিশু একাডেমিসহ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একাডেমিগুলোর সব সাংস্কৃতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাস ও লঞ্চে কমছে যাত্রীসংখ্যাও। আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এ ভাইরাস। এ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের চলাচল বন্ধে এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
টোলারবাগে আরেকজনের মৃত্যু : টোলারবাগে মোজাম্মেল হক (৭৬) নামের এক বাসিন্দা রোববার রাত পৌনে ৮টার দিকে মারা গেছেন। টোলারবাগের যে ব্যক্তি শনিবার রাতে মারা গেছেন, মোজাম্মেল তার ঘনিষ্ঠ ছিলেন। তিনি থাকতেন পাশের ভবনে।মোজাম্মেলের বাসায়ই ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন গত দু-তিন ধরে এ ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্ট ছিল। শনিবার তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকরা বাসায় পাঠিয়ে দেন।
রোববার সকালে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। এদিন বিকাল থেকে তার শরীর আবার খারাপ হতে থাকে। একপর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্স চালক তাকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানান। পরে তারা অন্য একটি অ্যাম্বুলেন্সে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের দারুসসালাম জোনের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন,ওই ব্যক্তির করোনাভাইরাসপজিটিভ ছিলবলে আইইডিসিআর নিশ্চিত করেছে।আইইডিসিআরের তত্ত্বাবধানে তার মৃতদেহ দাফন করা হবে বলে তিনি জানান।মোজাম্মেল উত্তর টোলারবাগের দারুল ইহসান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে এলাকার ভবন মালিক সমিতির সভাপতি শুভাশীষ বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন।এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত : বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। ১ এপ্রিল এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি জানানো হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু.অধ্যাপক জিয়াউল হক বলেন,পরীক্ষা স্থগিতের এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের। কয়েকজন চেয়ারম্যান বিদেশ সফর করায় কোয়ারেন্টিনে আছেন। তাই এ বিষয়ে চেয়ারম্যানদের সঙ্গে এ সংক্রান্ত সাব-কমিটির বৈঠক করা সম্ভব হয়নি।জানা গেছে,এ পরীক্ষা স্থগিত করার প্রক্রিয়া আগেই শুরু হয়। রোববার পর্যন্ত গত কয়েক দিন বিভিন্ন শিক্ষা বোর্ডে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র প্রধানদের বৈঠক বাতিল করা হয়। শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছিল। এর আগে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিলেন।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২৭ জন : বাংলাদেশে আরও তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যাদের মধ্যে দু’জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন এবং একজন পুরনো এক রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিংয়ে বলেন,বাংলাদেশে ২৭ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে উঠেছেন। নতুন আক্রান্তদের মধ্যে দু’জন পুরুষ, একজন নারী। তাদের একজনের বয়স ২০-এর কোঠায়, একজনের ৩০ এবং একজনের বয়স ৪০-এর কোঠায়।তাদের একজনের মৃত্যুঝুঁকি রয়েছে। তার ডায়াবেটিস ও হাঁপানির সমস্যা আছে। তবে তিনজনের ক্ষেত্রেই লক্ষণ মৃদু।তারা ভালো আছেন। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। মোট মৃতের সংখ্যা দু’জনই আছে। অবশ্য সিলেটে লন্ডনফেরত এক নারী এবং খুলনায় আরও দু’জনের মৃত্যুর খবর এসেছে। যারা করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে পরীক্ষা না হওয়ায় তাদের বিষয়ে নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।
আক্রান্তদের মধ্যে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন। করোনাভাইরাসের লক্ষণ আছে এমন ৪০ জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে একজনের কিডনিতে সমস্যা আছে, তার নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। বাকিদের শারীরিক অবস্থা স্বাভাবিক। আইইডিসিআরে এ পর্যন্ত ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৬৫ জনের নমুনা।অধ্যাপক ফ্লোরা বলেন, সিলেট এবং খুলনায় তিনজন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হচ্ছে। এখনও ফলাফল আসেনি। কারও ক্ষেত্রে সন্দেহ হলে সে অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষার পর সব প্রটোকল মেনেই তাদের সৎকার করা হবে।মিরপুরে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে, তিনি কমিউনিটি ট্রান্সমিশনের শিকার কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশন’ বলার আগে আরেকটু সময় নিতে চান। তাদের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। মিরপুরে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তার এলাকায় দু’জন বিদেশ ফেরতের সন্ধান পেয়েছি।
তাদের নমুনা সংগ্রহ করছি। আমরা দেখতে চাই তাদের মধ্যে কোনো সংক্রমণ ছিল কিনা, তার কাছ থেকে এসেছিলেন কিনা। আরেকজনের ব্যাপারেও (সিলেট) আইইডিসিআর তথ্য সংগ্রহ করছে। অন্যদের ক্ষেত্রে উপসর্গ প্রকাশ হওয়ার ৪ দিন আগে থেকে কন্টাক্ট ট্রেসিং করলেও তাদের ক্ষেত্রে ১৪ দিনের তথ্য সংগ্রহ করা হচ্ছে।কারণ আমরা প্রতিটি ক্ষেত্রে সংক্রমণের উৎস সম্পর্কে নিশ্চিত হতে চাই। উৎস চিহ্নিত করতে পারলে পরবর্তী সংক্রমণটা প্রতিরোধ করা যাবে। এমনকি তারা যেসব দফতরে গিয়েছেন সেখানকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। সেখানে সংক্রমণ হতে পারে এমন সম্ভাব্য কেউ আছে কিনা।সংবাদ সম্মেলনে জানানো হয়, সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখনও আইইসিইউতে আছেন। বিশ্বের আরও কয়েকটি জায়গায় কয়েকজন বাংলাদেশি রোগী চিহ্নিত হয়েছেন বলে খবর এলেও আইইডিসিআর বিস্তারিত তথ্য পায়নি।
বিএসএমএমইউতে গুরুতর অসুস্থ রোগীদের ভর্তির নির্দেশ : করোনাভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে আগত রোগীদের মধ্যে শুধু গুরুতর অসুস্থ রোগীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট আবাসিক সার্জন ও আবাসিক চিকিৎসকদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ নির্দেশ প্রদান করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে তার কার্যালয়ে এই বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।অফিস আদেশে আরও বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে কর্মরত সব চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য কর্তৃপক্ষ পর্যাপ্ত সংখ্যক পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে। বহির্বিভাগে আগত রোগী ও রোগীর স্বজনদের জন্য পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশের ব্যবস্থা করেছে।
বাংলাদেশ ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) ও কনফিডেন্স গ্রুপ মিডিয়া কর্মী, ডাক্তার-নার্স ও ফায়ার সার্ভিসের সদস্যদের পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করেছে।নিত্যপণ্যের দোকান ছাড়া সব বিপণিবিতান বন্ধ : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজধানীসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ওষুধের ফার্মেসি ছাড়া সব বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধ থাকবে।রোববার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্কেটগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে। এ কারণে মালিক ও শ্রমিকরা করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।বেঁধে দেয়া সময়ে সুপার মার্কেটসহ অন্যান্য বিপণিবিতান বন্ধ থাকবে। এই সময়ে খুচরা ও পাইকারি বাজারের দোকান মালিকদের প্রতি কোনো পণ্যের দাম না বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে দোকান মালিক সমিতির পক্ষ থেকে।ঢাকা মহানগর দোকান মালিক সমিতির করোনাভাইরাস প্রতিরোধ ও করণীয় শীর্ষক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি রেজাউল ইসলাম মন্টু বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানপাট ব্যতীত রাজধানীসহ দেশের সব দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমাদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভুলবশত সুপার শপ বন্ধ রাখার কথা বলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বিক্রয় প্রতিষ্ঠান হওয়ায় সুপারশপ এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
নিম্ন আদালত : দেশের নিম্ন আদালতে জামিন বা অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য কার্যক্রম যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। রোববার সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।এতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতগুলোয় অধিকসংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এ উদ্দেশ্যে দেশের অধস্তন আদালতগুলোয় জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবিকরণ আবশ্যক। এমতাবস্থায় দেশের অধস্তন আদালতগুলোয় জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ব্যতীত অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার জন্য নির্দেশ প্রদান করা হল।
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে অ্যাটর্নি জেনারেল : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার সকালে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতি অন্য বিচারপতিদের সঙ্গে বসবেন। সেটা ২৬ মার্চের আগেই হতে পারে। এছাড়া রাষ্ট্রের অন্যান্য সংস্থাও এর মাঝে কী করে, সেটাও তিনি দেখবেন।বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ : বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ শনিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।এ পরিপ্রেক্ষিতে দেশের অভ্যন্তরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হল। বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়ার স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তাদের প্রশিক্ষণ স্থগিত : জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর চলমান সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ কর্মস্থলে থাকার পাশাপাশি জনগণের সহযোগিতা করবেন- এমন নির্দেশনা দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর চলমান সব প্রশিক্ষণ কোর্স স্থগিত থাকবে।এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন রোববার বলেন, আমাদের মন্ত্রণালয় ও অধীন সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী বর্তমানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আছেন। করোনা পরিস্থিতির কারণে আমরা তা স্থগিত করে যার যার কর্মস্থলে চলে যেতে বলেছি।হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের হিলি স্থলবন্দরে রোববার থেকে বন্ধ হয়ে গেছে আমদানি-রফতানি কার্যক্রম। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে লকডাউন ঘোষণা করেছে সে দেশের সরকার। এ কারণে রোববার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ। কবে নাগাদ এ আমদানি-রফতানি কার্যক্রম আবার শুরু হবে, সে ব্যাপারে নিশ্চিত করে জানাতে পারেননি আবদুর রহমান লিটন।ডিএসসিসির ৫৭ নম্বর ওয়ার্ডে দোকানপাট বন্ধ ঘোষণা : নতুন করোনাভাইরাস প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ব্যতীত সব দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৫৭ নম্বর ওয়ার্ড। ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল মাদবরের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসমাগম স্থানে দোকানপাট বসানো এবং যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হল। শনিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয় এবং মাইকিং করে তা প্রচার করা হচ্ছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়- রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটি এবং ছোট-বড় যে কোনো ধরনের খাবারের দোকান, একই সঙ্গে মানুষের জনসমাগম এবং ঘরোয়া বা প্রকাশ্য সভা-সমাবেশের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।বাস ও লঞ্চের যাত্রী কমছে : বাস ও লঞ্চে ক্রমান্বয়ে কমে আসছে যাত্রীসংখ্যা। রাজধানী ও দূরপাল্লার সড়কে কমে গেছে যানবাহনও। গত কয়েকদিন ধরেই রাজধানীর চিরচেনা যানজট নেই। যাত্রী কমে যাওয়ায় অনেক রুটেই ট্রিপ কমিয়ে দিয়েছে বাস কোম্পানিগুলো।
করোনাভাইরাস আতঙ্কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন গণপরিবহন সংশ্লিষ্টরা। তারা জানান, বিদ্যমান পরিস্থিতিতে সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন পরিবহন শ্রমিকরা। তাদের সুরক্ষার জন্য মাস্কসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়নি। আর পরিবহন মালিকরা বলছেন, যাত্রী কমে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে রয়েছেন। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে, তা না জানায় বড় ক্ষতির শঙ্কায় আছেন।নৌপথে যাত্রী সংখ্যা কমে আসার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন,আমাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, নৌপথে ক্রমান্বয়ে যাত্রী সংখ্যা কমছে। শুক্রবার ঢাকা নদীবন্দর দিয়ে প্রায় ৪২ হাজার যাত্রী দক্ষিণাঞ্চলে গেলেও শনিবার তা কমে ছিল ৩০ হাজারের কাছাকাছি। তিনি বলেন, এ মুহূর্তে আমরা নৌযাত্রা নিরুৎসাহিত করছি। কিন্তু কাউকে আটকাচ্ছি না। তবে প্রতিটি লঞ্চে যাত্রীদের সুরক্ষায় জীবাণুমুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করছি।