ঝালকাঠির সাবেক মেয়র আফজাল রানা গ্রেপ্তার
আলোকিত বার্তা :ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন আফজাল হোসেন। সেখান থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
দুপুর তিনটার দিকে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি। আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আফজাল হোসেন রানা পৃথক দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেয়ায় সবকটি পদই তাকে হারাতে হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানাকে ডিবি সকালে আটক করলেও দুপুরে তাকে থানায় হস্তান্তর করে। বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।