ওসমান হাদীর অসমাপ্ত ইনসাফের বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য
মোহাম্মাদ নাসির উদ্দিন: শরীফ ওসমান হাদী কখনো ন্যায় ও ইনসাফের ক্ষেত্রে আপোষ করেননি। তার স্বপ্ন ছিল বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা। তার এই অসমাপ্ত স্বপ্ন পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ওসমান হাদীর দোয়া মোনাজাত অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।এছাড়াও তিনি বলেন অনতিবিলম্বে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে পরোক্ষ ও প্রতাক্ষভাবে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। মাওলানা বাবর আরো বলেন ওসমান হাদীকে হত্যার মাধ্যমে পরাজিত শক্তি আমাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দিতে চায় আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কেবলমাত্র মৃত্যু ছাড়া আমাদেরকে কেই থামাতে পারবে না। এই রক্ত আমাদেরকে আরো উজ্জেবিত করবে।
দোয়া মোনাজাতে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী জামায়াতের নায়েবে আমীর প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারী মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি তারিকুল ইসলামসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।