কেন্দ্রীয় মজলিশে শুরার নির্বাচন উপলক্ষে বরিশালে রুকন সম্মেলন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় মজলিশে শুরার নির্বাচন উপলক্ষে বরিশালে রুকন সম্মেলন অনুষ্ঠিত


:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার নির্বাচন উপলক্ষে বরিশাল মহানগরীর রুকন সম্মেলন আজ বিকাল ৪টায় শহরের একে স্কুলে অনুষ্ঠিত হয়। রুকনদের অংশগ্রহণে সারাদিনব্যাপী আলোচনা, ভোটগ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন হয়।

বিকাল ৪টায় ৪০৯ জন মহিলা রুকনের অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে মাগরিবের নামাজের পর ৩৬১ জন পুরুষ রুকন ভোট প্রদান করেন। উভয় ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। মহিলা সেশনে তিনি বলেন,“আমরা বিগত সরকারের আমলে অকল্পনীয় নির্যাতনের শিকার হয়েছি। বোনেরা আমার আপনাদের স্বামী-সন্তানেরা ঘরে থাকতে পারেনি; মামলা ও হামলার কারণে দীর্ঘসময় কষ্ট ভোগ করেছে। কিন্তু জামায়াতের কোনো কর্মী নারী বা পুরুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।”

পুরুষ সম্মেলনে তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, “আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে জামায়াতে আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুল ইসলাম। এর পরে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শুরা সদস্য নির্বাচন ৬ নভেম্বর ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিগত ১৫ বছর ধরে নেতা নির্বাচনের প্রশ্নে জামায়াত কখনো পিছু হটেনি আলহামদুলিল্লাহ।” তিনি সংগঠনের শৃঙ্খলা, নেতৃত্ব নির্বাচন ও আদর্শিক অবস্থানে অবিচল থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের জনগণ একটি পরিবর্তনের জন্য প্রস্তুত, পুরোনো ফ্যাসিবাদী বয়ান দিয়ে আমাদের বন্ধুর রাজনীতি করতে চাচ্ছে সেটা বাংলাদেশর জনগণ আর গ্রহণ করবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলামসহ মহানগর জামায়াতের দায়িত্বশীলবৃন্দ।

আলোচনা শেষে কেন্দ্রীয় মজলিশে শুরার নির্বাচন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

Top