নিহত দুই শ্রমিকের বাড়িতে জামায়াত প্রার্থী হেলালের শোক ও সহানুভূতি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিহত দুই শ্রমিকের বাড়িতে জামায়াত প্রার্থী হেলালের শোক ও সহানুভূতি


পদ্মা নদীতে ট্রলার দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের বাড়িতে জামায়াত প্রার্থী হেলালের শোক ও সহানুভূতি

১২ নভেম্বর ২০২৫, পদ্মা নদীতে সিমেন্টবোঝাই ট্রলার দুর্ঘটনায় প্রাণ হারান দুই শ্রমিক রনি ও শুভ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোক। আজ সোমবার সকাল ৯টায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট টুঙ্গিবাড়িয়া এলাকায় নিহত দুই শ্রমিকের পরিবারের বাড়িতে যান বরিশাল-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

দুর্ঘটনায় নিহত রনি মোঃ আলীর ছেলে এবং শুভ স্বপনের ছেলে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারগুলোতে নেমে এসেছে চরম হতাশা ও বিপর্যয়। স্বজনরা জানান, আকস্মিক এই মৃত্যু তাদের জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে।

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল নিহত দুই পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, শোকসন্তপ্ত মা-বাবা, স্ত্রী ও স্বজনদের সান্ত্বনা দেন। তিনি বলেন,
“এই ক্ষতি কোনোভাবেই পূরণ হবার নয়। তবে আমি এবং আমার দল আপনাদের পাশে আছি। অসহায় এই পরিবারগুলোকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিটি মুহূর্তে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

তিনি আরও আশ্বাস দেন, প্রয়োজনে পরিবারগুলোর আর্থিক সহায়তা, আইনি পরামর্শ এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন।

পরিবার পরিদর্শন শেষে অ্যাডভোকেট হেলাল স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দু’জনের কবর জিয়ারত করেন এবং সকলকে সঙ্গে নিয়ে মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
তার এ উপস্থিতি শোকাহত পরিবারগুলোকে কিছুটা সান্ত্বনা দেয় এবং এলাকাবাসীকেও তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগায়।

এলাকাবাসী জানান, এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। মর্মান্তিক এই ঘটনার পর পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Top