দেশব্যাপী নাশকতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ


রিপোর্ট আলোকিত বার্তা:দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অরাজকতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি বলেন, “আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের মানবতার শত্রু ও গণহত্যাকারী শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হবে। সেই রায়কে ঘিরে আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে তার অনুসারীরা নৈরাজ্য সৃষ্টি করছে। আগুন সন্ত্রাস, বোমা হামলা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে।”

অধ্যক্ষ বাবর আরও বলেন, “আমরা নৈরাজ্য সৃষ্টিকারীদের দেশে এক মুহূর্তের জন্যও স্থান দিতে চাই না। যতই বিশৃঙ্খলা সৃষ্টি হোক, খুনি শেখ হাসিনার শাস্তি আইন ও আদালতের মাধ্যমেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ।” তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও নিপীড়িত সকল মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “এই রায় বাংলাদেশের ইতিহাসে ন্যায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আর কোনো দল স্বৈরাচারী হওয়ার দুঃসাহস দেখাতে পারবে না।”

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারিকুল ইসলাম ও কর্মপরিষদ সদস্য শামীম কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top