পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখার কানুনগো আফজাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত বহিভূত সম্পদ অর্জন
বরিশাল ব্যুরো : পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখার কানুনগো আফজাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত বহিভূত সম্পদ অর্জনের অভিযোগ সহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ডিসি অফিস এবং উপজেলা ভূমি অফিসে ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার এবং কানুনগো পদে কর্মরত থাকাকালীন সময়ে দুর্নীতি এবং ঘুস বানিজের অভিযোগ পাওয়া গেছে । প্রাথমিক অনুসন্ধানে কিছু দৃশ্যমান সম্পদের সন্ধান উঠে এসেছে -বরিশালের রূপতলী হাউজিংয়ে একটি বাড়ি,বেশ কয়েকটি প্লট, পটুয়াখালীতে প্লটসহ নিজগ্রামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন। এছাড়াও তাহার স্ত্রী সন্তানদের নামে বেনামে সম্পত্তি ক্রয় ও ব্যাংকে বিপুল ব্যাংক একাউন্ট রয়েছে।লক্ষ্মীপুর,শেরপুর সর্বশেষ বরিশালের বাকেরগঞ্জে চাকুরীকালীন সময়ে বিপুল পরিমান কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। তাছাড়াও বর্তমানে পটুয়াখালী ডিসি অফিসে ভূমি অধিগ্রহণ শাখায় কানুনগো পদে কর্মরত আছেন এবং এখানেও সদ্য সাবেক ডিসি থাকাকালীন সময়ে ব্যাপক কমিশন বাণিজ্য করেছেন। এ যথেষ্ট প্রমাণ রয়েছে।তার বিরুদ্ধে দুর্নীতি এবং কমিশন বাণিজ্য যে সকল অভিযোগ রয়েছে যেমন -আলগী মৌজা, রামপুর মৌজা, ইপিজেড,নৌ বাহিনী মৌজাতে যাদের সাথে মিলে কমিশন বাণিজ্য করেছেন তাদের নাম যথাক্রমে- মাসুম, সুলতান মেম্বার, রিপন, কালাম সিকদার, ভাষানী,মাসুম মেম্বার, সিদ্দিক,লিটন মেম্বার, সীমা (সাবেক আওয়ামী উপজেলা ভাইস চেয়ারম্যান)আনোয়ার জহির তালুকদার এছাড়াও তৎকালীন আওয়ামী নেতারা। ধারাবাহিক প্রতিবেদনে আজ প্রথম পর্ব বিস্তারিত থাকবে দ্বিতীয় পর্বে ।