বরিশালে দালাল ও অপসাংবাদিক প্রতিরোধে ৩৫ সংগঠনের জোট - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দালাল ও অপসাংবাদিক প্রতিরোধে ৩৫ সংগঠনের জোট


খবর বিজ্ঞপ্তি: সাংবাদিকতার পবিত্র পেশার নামে দালালি, বিভিন্ন সরকারী দপ্তরে গিয়ে টেন্ডার, প্রমোশন ও বদলী বানিজ্য এবং অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বরিশাল শহরের হোটেল কিংফিশারে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য জেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট আলম রায়হান।সভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন,শেখ শামিম,এস এম আলামিন,এস আলাল,মু.এবি সিদ্দীক ভুঁইয়া,বেল্লাল শিকদার, নাজমুল হক,খান আরিফ,খান বশির,আনোয়ার হোসেন,কামরুল হাসান মৃধা,এনায়েত মোল্লা,সাইফুল ইসলাম খোকন ও মোঃ ফেরদাউস সহ বরিশালের বিভিন্ন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক,সিনিয়র রিপোর্টার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা। বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫টি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময়।

সভায় বক্তারা বলেন,সাংবাদিকতা সমাজের দর্পণ ও সত্য প্রকাশের মাধ্যম। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে,তথ্যের নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী।এ ধরনের অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বক্তারা আরও বলেন,পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যারা ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ,সাংবাদিকতার মান রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।সভা শেষে বরিশালের সাংবাদিক সমাজ এক যৌথ বিবৃতিতে বলেন,সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা আমাদের অঙ্গীকার, আর অপসাংবাদিকতার বিরুদ্ধে লড়াই আমাদের দায়িত্ব।এই মতবিনিময় সভার মাধ্যমে বরিশালের সাংবাদিক সমাজে পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

Top