ঢাকা ট্রাক ডিপোতে শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ট্রাক ডিপোতে শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন


রিপোর্ট:চালককে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগে ম্যানেজার মাসুদ তালুকদারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোর শ্রমিকেরা। সোমবার (৩ নভেম্বর) বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধ কর্মসূচি পালনকালে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। এ সময় তারা ম্যানেজার মাসুদ তালুকদারকে উদ্দেশ্য করে নানা শ্লোগান দেয়। হই হই রই রই মাসুদ তুই গেলি কই, এক দুই তিন চার মাসুদ তুই ডিপো ছাড়। অবৈধ বদলী মানি না মানব না, দুনিয়ার মজলুম এক হও শ্লোগানে সারাদিন অবরোধ কর্মসূচি পালন করেন ঢাকা ট্রাকের শ্রমিকেরা।

শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলাকালে পরিচালক (প্রশাসন ও অপারেশন) রাহেনুল ইসলাম শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রধান কার্যালয়ের কয়েকজন উর্দ্ধাতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সকল কর্মকর্তারা ডিপো ত্যাগ করলে আবারো বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। তাদের দাবি একটাই ম্যানেজার মাসুদ তালুকদারের পদত্যাগ। বিক্ষোভরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ঢাকা ট্রাক ডিপো প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে কিন্তু ম্যানেজার মাসুদ তালুকদারের যোগদানের পর থেকে শুরু হয় নানা অনিয়ম আর দুর্নীতি।

আলাপকালে শ্রমিকরা জানান, চালককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ডিপোতে আগে কখনো ঘটেনি। এর আগে বিআরটিসি ঢাকা ট্রাকের অবরোধ পরিচালনা কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিফলেট ছড়িয়ে দেন। ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ তিনি বিনা কারণে শ্রমিকদের বদলী করেন। মেরামতের নামে নিম্নমানের পার্টস ক্রয় করে ১ নাম্বার পার্টসের বিল করেন। মেয়াদহীন টায়ার ব্যবহার এবং যান্ত্রিক ত্রুটিপূর্ণ ট্রাক ফিট দেখিয়ে তা চালানোর জন্য চালকদের বাধ্য করেন। চালকের নামে ডে-লস দেখিয়ে বেতন থেকে টাকা কর্তন করেন। গাড়ীর যান্ত্রিক সমস্যায় জব দিলে নাম মাত্র কাজ করে ফিট দেন। যান্ত্রিক সমস্যার কারণে গাড়ীতে ডিজেল বেশি লাগে। ম্যানেজার মাসুদ তালুকদার অতিরিক্ত জ্বালানির দায় চাপান চালকের উপর। এতে চালকেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

গত মাসের ২০ তারিখে চালক মোহাদ্দিস হোসেন কর্তৃপক্ষের নির্দেশনায় বিল সমম্বয় করতে এসে দেখেন ডিপো তার কাছে বিশাল অঙ্কের টাকা পাওনা। জ¦ালানি খাতেই পাওনা দুই লাখ টাকার উপর। এই টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে ম্যানেজারের রুমে নিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাৎক্ষনিক টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করা হয়। এক পর্যায়ে পিওন লিটু কে দিয়ে ট্রাকের মালামাল বাঁধার রশিতে বাঁধা হয় মোহাদ্দিসকে। এতে ক্ষুব্দ হন ডিপোর শ্রমিকরা। ভুক্তভোগী চালক নির্যাতনের বিচার চেয়ে বিআরটিসি চেয়ারম্যান ও পরিচালক প্রশাসন বরাবর আবেদন করেছেন বলে ভোরের দর্পণকে জানিয়েছেন। চালককে রশি দিয়ে বাঁধার ঘটনা চাউর হলে বিআরটিসির শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা ঘটনার সুষ্ঠু তদন্তে ম্যানেজার মাসুদ তালুকদারের পদত্যাগ দাবি করছেন বলে জানা যায়।

এ বিষয়ে জানতে ম্যানেজার মাসুদ তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। হোয়াটসআপে ম্যাসেজ পাঠিয়েও কোন জবাব মেলেনি।

ঢাকা ট্রাক ডিপোর বিক্ষোভ নিয়ে কথা হয় বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলামের সাথে ভোরের দর্পণকে তিনি বলেন, ম্যানেজারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Top