ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফশিল - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফশিল


জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। শনিবার বরিশালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিকে একই দিন সুনামগঞ্জে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

বরিশাল : ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শনিবার বিকালে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

বরিশালের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসন ও পুলিশের সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার সকালে বরিশালে আসেন সিইসি। শুক্রবার এলেও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শনিবার। সকালে আঞ্চলিক নির্বাচন অফিসে বরিশাল বিভাগের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এবং বিকালে বরিশাল সার্কিট হাউজে পুলিশ ও প্রশাসনের লোকজন নিয়ে অনুষ্ঠিত হয় ওই দুটি বৈঠক। পরে সংবাদকর্মীদের সঙ্গে একথা বলেন তিনি।

সার্কিট হাউজের এই মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারসহ প্রশাসন এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ : নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন নিয়ে কারও সঙ্গে আপস না করার কঠোর বার্তা দিয়ে তিনি জানান, এই নির্বাচন যেন-তেন হতে দেওয়া যাবে না।

শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলরুমে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। সিবিপিইপি প্রকল্পের আয়োজনে এবং ‘দ্য ব্যালট অ্যান্ড ড্রিপ’ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালা সঞ্চালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান এবং মধ্যনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইফতেখারুল আলম চৌধুরী।

Top