জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই


প্রতিবেদক,আলোকিত বার্তা :জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভোটের বিকল্প নেই। দেশবাসী এমন একটি নির্বাচন চায় যেখানে প্রত্যেকটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে।এজন্য প্রয়োজন প্রোপ্রশনারাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতির গরিমা নিয়ে দ্বিধা না করে, প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনমত যাচাই করতে হবে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরের ফজলুল হক অ্যাভিনিউতে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট ও তাদের দোসরদের এ দেশে আর সুযোগ দেওয়া হবে না। এখনো প্রশাসনের মধ্যে তাদের উপস্থিতি রয়েছে, তাদের সরিয়ে নির্বাচন দিতে হবে। তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত কার্যকর করতে হবে। জাতীয় পার্টি সহ যেসব দল ফ্যাসিবাদের সহযোগী হিসেবে কাজ করেছে, তাদের বিচার নিশ্চিত করা জরুরি। জুলাই সনদ বাস্তবায়নের পরেই নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট ও তাদের দোসরের বিচার নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

সমাবেশে সভাপতি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু বাবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ।সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, ড. মাহফুজুর রহমান, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, আব্দুস সত্তার, শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজার রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অ্যাডভোকেট আজম খান, নুরুল হক সোহরাব, ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন ও বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন।সমাবেশ শেষে কয়েক হাজার জামায়াত নেতা ও কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Top