রংপুরে ট্রাকের ধাক্কায় নছিমন খাদে, গরু ব্যবসায়ী নিহত - Alokitobarta
আজ : বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ট্রাকের ধাক্কায় নছিমন খাদে, গরু ব্যবসায়ী নিহত


প্রতিবেদক,আলোকিত বার্তা :রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি নছিমন খাদে উল্টে যাওয়ায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহত গরু ব্যবসায়ী আমজাদ হোসেন (৫৮) মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকোঠা বিশ্বনাথপুরের মৃত ফজল মেম্বারের ছেলে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার শহীদবাগ ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালনিরহাটের বড়বাড়ী হাটে গরু বিক্রি করে নছিমনে করে বাড়ি ফিরছিলেন আমজাদ হোসেন। দুপুর পৌনে ২টার দিকে ভেলুপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে নছিমনের চালকের পাশে বসে থাকা আমজাদ হোসেন নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Top