বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি করা হচ্ছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি করা হচ্ছে


বরগুনা প্রতিবেদক,আলোকিত বার্তা :বরগুনা পৌর শহরের মাছ বাজারে মাইকিং করে কম দামে ইলিশ বিক্রি করা হচ্ছে। ছোট সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ৯০০ থেকে ১০০০ টাকা।ইলিশের দাম প্রায় অর্ধেকে নেমে আসায় ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। ফলে বাজারে বাড়ছে ভিড়।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলবে এই বিক্রি।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে ক্রেতাদের বাজারে ডাকছেন বিক্রেতারা। অনেকে পরিবারের জন্য একসঙ্গে কয়েক কেজি ইলিশ কিনে নিচ্ছেন।ক্রেতা আনোয়ার হোসেন বলেন, এ বছর প্রথমবার এত কম দামে ইলিশ কিনতে পারছি। ৫০০ টাকা কেজি দরে তিন কেজি নিয়েছি।বিক্রেতারা জানান, স্টক শেষ না হওয়া পর্যন্ত একই দামে বিক্রি অব্যাহত থাকবে। দাম কমায় বাজারে ইলিশ বিক্রি জমে উঠেছে।

Top