সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা কলম বিতরণ
বরিশাল প্রতিনিধি :- বরিশাল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও খাতা কলম বিতরণ করা হয়েছে। মালয়েশিয়া প্রবাসীর অর্থায়নে এবং মো. বাবুল হাওলাদার এর সহযোগিতায় এবং নিজস্ব তহবিল হইতে এই মহৎ কার্যক্রমটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এখন সময় সংস্থার উপদেষ্টা মো. আবদুল হাই। সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব অ্যাডভোকেট মানিক
আরও উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগটি শিশুদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সকল বক্তা আশাবাদ ব্যক্ত করেন।