আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান


রিপোর্টার :অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিআরটিসির বর্তমান চেয়ারম্যান ড. অনুপম সাহা (যুগ্ম সচিব)। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে তিনি এই পদে আছেন।

উল্লেখ্য, বিআরটিসির নতুন চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। সেখানে সুনামের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বেনীনগর গ্রামে।

Top