প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২২শে এপ্রিল ২০২৫ইং”স্বরুপ টিবি বাংলা” একটি অনলাইন নিউজ পোর্টালে “সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতির লোলুপ্ত দৃষ্টি গরিবের বসতবাড়িতে”
শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ইউনিয়ন এর বিএনপি’র ও জামায়তে ইসলামী রাজনৈতিক সদস্য বৃন্দ ও স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন,বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার আমলে,সুমদয়কাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ খান অনেক হামলা মামলার শিকার হয়েছেন, কিন্তু শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে, সমুদয়কাঠী ইউনিয়ন কোন প্রকার ক্ষমতা বা সুযোগ ব্যবহার করেনাই বরঞ্চ আমরা সমুদয়কাঠী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা দলমত নির্বিশেষে, আমরা গ্রামের সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছি, কিন্তু গত ২২ শে এপ্রিল সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দল মজিদ খান এর নামে যে মিথ্যা প্রকাশিত সংবাদ, “স্বরুপ টিবি বাংলা ” শিরোনামের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
আব্দুল মজিদ খান এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে,যে বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, সেটি সম্পূর্ণ জাল ও ভুয়া। উক্ত জমি ২০০৭ সালে আমার শ্বশুর ওয়াজেদ আলী তালুকদার আমার স্ত্রী ফেরজা বেগম এর নামে দলিল করে দেয়। আমার বিরুদ্ধেযে অভিযোগ করা হয়েছে ৷ তাছাড়া প্রকাশিত নিউজের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, তার সাথে কোন কথায় কোনো মিল নেই,উক্ত অনলাইন পোর্টাল প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসার কর্মকাণ্ডে সেথে লিপ্ত। তাদের উদ্দেশ্য আমার সুনাম ক্ষুণ্ণ করা চেষ্টায় ব্যস্ত । উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি