যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বরিশাল ব্যুরো : বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের যুবদলের সদস্য সচিব বেল্লাল ফরাজি ওরফে বোতল বেল্লালের বিরুদ্ধে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সাপানিয়ার খলিলুর রহমান প্রিন্স তালুকদারের ব্যবসা প্রতিষ্ঠান দোকান ঘরের তালা ভেঙ্গে ইট,বালু,রড,সিমেন্ট লুট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। দোকানের মালিক খলিলুর রহমান প্রিন্স তালুকদার অভিযোগ করে বলেন,১৯ এপ্রিল শনিবার ভোরে বেল্লাল দলবল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইট,বালু,সিমেন্ট,রড লুট করে নিয়ে যায় এবং আমার দেওয়া তালা ভেঙ্গে বেল্লালের নিজের তালা লাগিয়ে সাইনবোর্ড টানিয়ে দিয়ে যায়। এ সময় বেলালের সঙ্গে শাহীন,জামাল, সুমন শরীফ উপস্থিত ছিলেন। এ ঘটনায় কাউনিয়া থানায় খলিলুর রহমান প্রিন্স তালুকদার বাদী হয়ে বেল্লাল সহ উল্লেখ্য ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেন। প্রিন্স তালুকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে,মালামাল লুট করে নেওয়া আমার ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এবং আমাকে হত্যার হুমকি দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের আশু সুদৃষ্টি কামনা করি। এদিকে অভিযোগ অস্বীকার করে বেল্লাল ফরাজি দাবি করে বলেন, আমি আমার নিজের জায়গায় সাইনবোর্ড টানিয়ে দখলে নিয়েছি। পরে প্রিন্স তালুকদার থানায় গেলে আমিও থানায় যাই থানা থেকে সালিশ মীমাংসার জন্য কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
ঘটনার পরপরই কাউনিয়া থানা পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করেন। এ ব্যাপারে এএস আই রতন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দোকান ঘর তালা দেওয়া অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন এ ধরনের একটি ঘটনার অভিযোগ পেয়েছি কিছুটা সমাধানও হয়েছে। বরিশাল মহানগর ৩ নং ওয়ার্ডের আহবায়ক রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন দলের নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি অপকর্ম করলে তার দায় ভার আমরা নেবনা, চরবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্বাস আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলথেকে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে আমি ঘটনার ব্যাপার শুনছি অলরেডি কেন্দ্রে জানিয়ে রেখেছি। তারপরও যদি কোন ব্যক্তি জুলুম অত্যাচার নির্যাতন করে তার ফলাফল ভালো হয় না।
এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে সালিশ মীমাংসা জন্য বলা হয়েছে। অন্যায় আমি করিনা অন্যায় প্রচায়ও দিইনা। সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন দলের নাম ভাঙ্গিয়ে কোথাও যদি কোন ব্যক্তি বেআইনি কাজ করে তার দায়ভার আমরা নেবনা। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেনি তারাই নিজেদের লাভবান করার জন্য বেআইনি কাজ করে দলের বদনাম করে।