রামাদান কর্মসূচী ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি:মুসলিম এইড বাংলাদেশ, বরিশাল ।তারিখ: ২৭/০৩/২০২৫ ইং রামাদান কর্মসূচী ও খাদ্য সামগ্রী বিতরণ
‘২০২৫মুসলিম এইড বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচীর বরিশাল শাখার উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য ১৫ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও ক্ষুদ্ধসঢ়;্র বিনিয়োগে শরীয়াহ প্রতিপালন প্রশিক্ষণের আয়োজন করেন। উক্ত
বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা সমাজসেবা অফিসার ,জনাব শেখ জহীরউদ্দীন আহমদ ও অধ্যাপক গোলাম গোফরান ও অধ্যাপক মহাব্বতুল্লাহ মাহেদ,অনুষ্টানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ ইবনে নিজাম, আঞ্চলিক ব্যবস্থাপক,মুসলিম এইড বাংলাদেশ,বরিশাল অঞ্চল।অনুষ্টান পরিচালনা করেন শাখা
ব্যবস্থাপক জনাব মোঃ রাকিবুল ইসলাম ও রিজিওনাল একাউন্টেন্ট জনাব মাহমুদুল হাসান।
আলোচকবৃন্দ মুসলিম এইড এর মানবতার কল্যাণে নিযোজিতকার্যক্রমের ভুয়শি প্রশংসা করেন, বরিশালে দরিদ্র জনগোষ্টীর মাঝেমুসলিম এইড এর মানবিক কার্যক্রম বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন।বরিশাল জেলায় মুসলিম এইড এর যে কোন কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। এ দিকে প্রতিটিপরিবার খাদ্য সামগ্রী পেয়ে তারা মুসলিম এইডের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।