পারফরমেন্সে কোনো উন্নতি না ঘটলেও ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিপুর বিপুল লুটপাট,পাহারায় উপদেষ্টার স্বামী ! ২৩ লাখ মৃত ভোটার,নতুন ভোটার ৬৩ লাখ সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার গণহত্যায় জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা পুরস্কৃত হচ্ছেন বিতর্কিতরা, বিবেচনায় নেই স্বৈরাচারবিরোধী অগ্রণী ভূমিকা পালনকারীরা চুরি, ডাকাতি, অপহরণ,অবৈধ দখলদারির সহ বিভিন্ন মামলা থাকা সত্ত্বেও দেশকে অস্থিতিশীল করার মাষ্টার মাইন... কুয়েট ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন বায়ুদূষণের তালিকায় শীর্ষ ১০-এ নেই রাজধানী ঢাকা নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

পারফরমেন্সে কোনো উন্নতি না ঘটলেও ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে


মোহাম্মাদ নাসির উদ্দিন: পারফরমেন্সে তেমন কোনো উন্নতি না ঘটলেও বাংলাদেশের ক্রিকেটারদের বেতন-ভাতা ও ম্যাচ ফি বেড়েছে। বিসিবি পরিচালক পর্ষদের আজ সোমবারের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।সভা শেষে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।তবে মাসিক বেতন কতটা বেড়েছে, নতুন বছরে কতজন ক্রিকেটারের সাথে চুক্তি হয়েছে, চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বেড়েছে না কমেছে; এসব খোলাসা করেননি ফাহিম।

ফাহিম বলেন, ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণ অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা সুরক্ষিত করতে চাই।ফাহিম যোগ করেন, এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না। একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, আগে মানে এ বছর পর্যন্ত বিসিবির বেতন কাঠামো ছিল সাদা বল আর লাল বলে। এখন সেটা আবার পুরোনো কাঠামোয় ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ বেতন হবে এ, বি, সি, ডি, ই ক্যাটাগরিতে।তবে জানা গেছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে এবং তাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ করতে অন্য ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু টেস্ট স্পেশালিস্টদের আর্থিক দিক থেকে সমৃদ্ধ ও লাভবান করার সিদ্ধান্ত হয়েছে।অর্থাৎ কেউ শুধুমাত্র এক ফরম্যাটের টেস্ট খেলেও এ ক্যাটাগরিতে বেতন পেতে পারেন।

Top