বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিপুর বিপুল লুটপাট,পাহারায় উপদেষ্টার স্বামী ! ২৩ লাখ মৃত ভোটার,নতুন ভোটার ৬৩ লাখ সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার গণহত্যায় জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা পুরস্কৃত হচ্ছেন বিতর্কিতরা, বিবেচনায় নেই স্বৈরাচারবিরোধী অগ্রণী ভূমিকা পালনকারীরা চুরি, ডাকাতি, অপহরণ,অবৈধ দখলদারির সহ বিভিন্ন মামলা থাকা সত্ত্বেও দেশকে অস্থিতিশীল করার মাষ্টার মাইন... কুয়েট ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন বায়ুদূষণের তালিকায় শীর্ষ ১০-এ নেই রাজধানী ঢাকা নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ


আলোকিত বার্তা:বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। নিউজিল্যান্ডের কাছে হেরে আট জাতির টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তাদের হারে ছুটি হয়ে গেছে স্বাগতিক পাকিস্তানেরও। নিউজিল্যান্ড ও ভারত এ-গ্রুপ থেকে চলে গেছে সেমিফাইনালে। ভারত ও নিউজিল্যান্ড দুদলেরই দুই জয়ে সমান চার পয়েন্ট। তারা হারিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানকে। গ্রুপের শেষ নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ কিংবা পাকিস্তান যারাই জিতুক, তাদের চার পয়েন্ট হবে না। অপরদিকে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে নির্ধারিত হবে গ্রুপের শীর্ষ দল।সোমবার রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৩৬ রান করে নয় উইকেটে। নিউজিল্যান্ড ২৩ বল হাতে রেখে ২৪০/৫ করে জয়ী হয় পাঁচ উইকেটে। ম্যাচসেরা মাইকেল ব্রেসওয়েলের চার উইকেটের পর রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি (১১২) ও টম ল্যাথামের ফিফটি (৫৫) কিউইদের জয়ে ভূমিকা রাখে। ত্রিদেশীয় সিরিজে ক্যাচ ধরতে গিয়ে কপাল ফেটে গিয়েছিল নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলা নিয়ে সংশয় ছিল। চোট না সারায় প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ফিরেই সেঞ্চুরি করলেন রাচিন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করা রাচিন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ কিউই ব্যাটার হিসাবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন। ল্যাথামের সঙ্গে তার ১২৯ রানের জুটি নিউজিল্যান্ডের জয়ের ভিত্ গড়ে দেয়। একটি করে উইকেট নেন তাসকিন, নাহিদ, মোস্তাফিজ ও রিশাদ। আগের দিন দুবাইয়ে ২৪১ রান করে পাকিস্তান। কাল রাওয়ালপিন্ডিতে ২৩৬ বাংলাদেশের পুঁজি। নিষ্প্রভ ব্যাটিংয়ে যেন দুদল পরস্পরের সহযোগী। পিন্ডির পাটা উইকেটে ৩০০ রান জেতার মতো স্কোর বলে রায় বিশেষজ্ঞদের। বাংলাদেশ সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে একাই লড়াই করেন। ওপেন করতে নেমে ১১০ বলে তার ৭৭ রান ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান জাকের আলীর। শান্তর উদ্বোধনী জুটি তানজিদ হাসান ২৪ বলে ২৪।

ভারতের বিপক্ষে দুবাইয়ে মাহমুদউল্লাহ ও নাহিদ রানা কেন একাদশে ছিলেন না, এ নিয়ে সমালোচনা কম করেননি বিশেষজ্ঞরা। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দু’জনকেই একাদশে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানাকে জায়গা দিতে একাদশের বাইরে যেতে হয় তানজিম হাসানকে। নিয়মিত ওপেনার সৌম্য সরকারের জায়গায় ব্যাটিং করেছেন অধিনায়ক নাজমুল। ২০২৩ সালের পর দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্যকে বাইরে রেখে ফেরানো হয় মাহমুদউল্লাহকে।
নাজমুল ওপেন করে রান পেয়েছেন ঠিকই। কিন্তু অভিজ্ঞ মাহমুদউল্লাহ একাদশে ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি। আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে যতটা আশা করা হয়েছিল, ততটাই হতাশ করে হাস্যকর শটে আউট হন তিনি। তাওহিদ হৃদয়ের বিদায়ের রেশ তখনো কাটেনি। সেই আউটও ছিল দৃষ্টিকটু। আগের ম্যাচে বীরোচিত ইনিংস খেলা হৃদয় এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। হাঁসফাঁস করতে করতে এক পর্যায়ে মাইকেল ব্রেসওয়েলকে জায়গা বানিয়ে খেলার চেষ্টায় ক্যাচ তুলে দিয়ে ফেরেন।মুশফিকের উইকেটে স্থায়িত্ব ছিল আট মিনিট। প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নিয়েছেন। পরে ব্রেসওয়েলের টানা দুটি বলে রান নিতে পারেননি। এতেই তিনি ধৈর্যহারা হলেন! আচমকা স্লগ সুইপ খেলে সহজ ক্যাচ দিলেন ডিপ মিড উইকেটে। বোলার ব্রেসওয়েল নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না।

মুশফিক ও মাহমুদউল্লাহ প্রায় একইভাব বাজে শট খেলে নিজেদের উইকেট উপহার দিয়ে আসেন। মেহেদী হাসান মিরাজের অবদান ১৩ এবং রিশাদ হোসেনের ২৬। বাংলাদেশের ইনিংসে ডট বল ১৮১টি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ছিল ১৫৯ ডট বল। এ দুই ম্যাচে সব মিলিয়ে ৫৬.৪ ওভার ডট বল খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। ডান-হাতি অফ-স্পিনার ব্রেসওয়েল ১০ ওভারে ২৬ রানে চার উইকেট নিয়ে সবচেয়ে সফল কিউই বোলার। দুটি উইকেট নেন ডান-হাতি পেসার উইলিয়াম ও’রুর্ক। নিজের এই সাফল্যের জন্য ব্রেসওয়েল কিঞ্চিৎ বাতাসের সহায়তার কথা স্বীকার করেন। তার কাছে পিন্ডির বাতাস অনেকটা ওয়েলিংটনের মতো।

Top