পূর্ব শত্রুতার জেরে মারপিট ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন,আদালতে মামলা দায়ের - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে মারপিট ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন,আদালতে মামলা দায়ের


স্টাফ রিপোর্টার :পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় মারপিট,ভাংচুর পরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে।পরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মোঃ আল-আমিন সরকার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৪ নং গালাগাল ইউনিয়নের মোলাবাড়ি গ্রামে।হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মোঃ আল-আমিন সরকার।পিতা মৃতঃ লাল হোসেন।হামলা কারিগণ,ভূমিদস্যু,আইন অমান্য কারী প্রকৃতির লোক বলে জানা যায়।অভিযোগ উঠেছে যে,আল আমিন সরকারের মা,বোন,স্ত্রী,ছোট ছেলের উপরে হামলা করে সন্ত্রাসীরা।অন‍্যদিকে প্রথমে আলামিন সরকারের বউকে মারধর করে, জনসম্মুখে মোবাইল এবং হাত থেকে অন্যান্য জিনিস ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে গ্রামবাসীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।এ ঘটনার সাক্ষী রয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানা যায়,শুধু তাই নয়,আল আমিন সরকারের পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয় এলাকাবাসির সামনে বসে।এদের মারলে তাদের কোন সমস্যা হবে না।

এ সমস্ত সকল ঘটনা ঘটিয়েছেন ইউনুস আলী সরকার (চান মিয়া) পিতাঃ গোলাম হোসেন সরকার, ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আসছেন। আলামিন কে মেরে ফেলার জন্য।এ ঘটনাটি ঘটে গত ২৬/০১/২৫ তারিখে বিকাল ৪টার সময়। ইউনুস আলী সরকারের গুন্ডা পান্ডা গণ।দাও, লোহার রড, বাসের লাঠি নিয়া আল-আমিন সরকারের বসতবাড়ির উঠানে প্রবেশ করে। এবং পকেটে থাকা নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। আল-আমিন সরকারকে ধাওয়া দিয়া আঘাত করতে গেলে তখন চুরিঘাত শরীরের উপরে না পরে মাটিতে পরে। ছিনতাইকারীরা মোবাইল স্বর্ণ। ছিনিয়ে নেয়।এই ভাড়াটিয়া খুনিরা তখনো থেমে নাই।একই দিন দিবাগত রাতে। বাড়ির ১০০ গজ সামনে। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে । এবং পুটরের সাবমারসিবল পাম্প চুরি করে নিয়ে যায় । এই চুরির ঘটনায় এবং বিষ প্রয়োগ করার ঘটনায়, মামলা করা হয়েছে যাদের নামে ১/তাওহিদ হোসেন রবিন পিতাঃ ইউনুস আলী ওরফে চান মিয়া গ্রামঃ মুলাবাড়ী থানাঃ তারাকান্দা ময়মনসিংহ। ২/ফজলু মিয়া পিতা: আব্দুল বারেক গ্রাম মূলাবাড়ি থানা তারাকান্দা জেলা ময়মনসিংহ। অজ্ঞাত রয়েছেন ৫/৭ জন বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছে ঘটনায় সাক্ষী রয়েছে অনেকজন।তারা হল এমদাদুল হক পিতা আব্দুল হাই। মুলাবারি থানাঃ তারাকান্দা জেলা ময়মনসিংহ ইসুব আলী পিতা আব্দুর রহমান এমদাদুল হক পিতা রমজান আলী কাদির পিতা হাফিজ উদ্দিন।আরো অনেকেই ঘটনার সাক্ষী রয়েছেন।

আল-আমিন সরকার আজ থেকে এক মাস আগে। উনার প্রাণনাসের হুমকির ভয়ে। তারাকান্দা থানার অফিসার্স ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেছিলেন। সিক দেড় মাস পরে এই ঘটনাটি ঘটেছে।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Top