অবৈধ অনুপ্রবেশের সময় নারীসহ ‍দুই জন আটক - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশের সময় নারীসহ ‍দুই জন আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:অবৈধ অনুপ্রবেশের সময় বেনাপোলে নারীসহ ‍দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, বিদেশি মদসহ প্রায় ৩ লাখ ৪৪ হাজার ৯৪০ টাকা অবৈধ মালামাল জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসব বিষয়ে নিশ্চিত করেন। এরআগে শিকারপুর বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।আটকরা হলেন- বাগেরহাট জেলার বুড়ি গাংনী গ্রামের আয়েত আলী বিশ্বাসের মেয়ে হাসি খানম (৩৫) ও মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (১০)।

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, অভিযানে বিদেশি মদ, ভারতীয় শাড়ি, কম্বল, তৈরী পোশাক, থ্রি–পিস, চাদর, বিভিন্ন প্রকার মলম, পান মসলা, পাতার বিড়ি, সিগারেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। যারা আনুমানিক মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৯৪০ টাকা। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় দুইজন বাংলাদেশিকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top