বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
খবর বিজ্ঞপ্তি:বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও নিউজ এক্সপ্রেস ডটকমের সম্পাদক জলিল সিদ্দীকি সবুজের পিতা সৈয়দ মোঃ তবারক মিয়া মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রজিউন।গত ২৯ ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর নথুল্লাবাদ নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তিন ছেলে,দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।বরিশালে নথুল্লাবাদের শাহপড়ান সড়কে প্রথম জানাযা ও তার গ্রাম স্বরুপকাঠীর জগন্নাথকাঠীতে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নেয় সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।