কিছু গোষ্ঠী বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানো দেখতে পছন্দ করে না
জামাল হোসেন:শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা।শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের একটি অডিটরিয়ামে এ দোয়া ও আলোচনা সভা হয়।জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহম্মদ খানের সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. এসএম মাহফুজুর রহমান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. নুরুল হক সোহরাব।বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যখন আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে ছিল তখন জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালানো হয়। যার চায়নি বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মেধা ও যোগ্যতায় স্বনির্ভর হয়ে উঠুক, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে এ বিষয়ে কারো সন্দেহ নেই।
তারা আরও বলেন, এখনো কিছু গোষ্ঠী বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দেখতে পছন্দ করে না, তারা নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে সে ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সে ষড়যন্ত্র রুখে দিয়ে দেশপ্রেমিক সব নাগরিককে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে।সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাতের জন্য বিশেষে দোয়া ও মোনাজাত করা হয়।এরআগে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা হয়েছে।মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির হোসাইন ইবনে আহমেদ অ্যাসিটেন্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল, শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন, মুজিবুর রহমান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার ও অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ।