এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস


নুর নবী জনী:এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস। গুলিস্থান জিরোপয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে শিববাড়ী (গাজীপুর) পর্যন্ত বিআরটিসির এসি বাস চলার কথা জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, শুক্রবার হতে গুলিস্থান-গাজীপুর রুটে র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেইন ব্যবহার করে চলবে বিআরটিসির এসি বাস।

এর আগে এ লেইনে পরীক্ষামূলক ভাবে এয়ারপোর্ট হতে শিববাড়ী (গাজীপুর) পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।রুটটি গুলিস্থান-গাজীপুর পর্যন্ত সম্প্রসারিত আকারে শুক্রবার থেকে চলাচলের কথা বলা হয়েছে। এ রুটের স্টপেজ সমূহ নির্ধারণ করা হয়েছে, গুলিস্থান, শাহবাগ, ফার্মগেইট, এয়ারপোর্ট, কলেজ গেইট, বোর্ডবাজার, ভোগড়া, শিববাড়ী (গাজীপুর)।

Top