শেবাচিম হাসপাতালের আলোচিত কর্মচারী মিলন কারাগারে
স্টাফ রিপোর্টার: চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহায়ক)মোঃ ইউসুফ আলী মিলনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বরিশালকোতয়ালী মডেল থানায় মামলা নাম্বার সি. আর১২৯৯/২০২৪ তে আদলতে তারজামিন নাম মঞ্জুর হয়। মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২ জানুয়ারীউত্তর সাগরদী সিএন্ডবি রোড এলাকায়বসবাসরত মৃত আবু বকর সিদ্দিকেরপূত্র মোঃ শহিদুল ইসলাম নাহিদের কাছ থেকে টাকা ধার নেয় মিলন। টাকাসঠিক সময়ে পরিশোধ করার অঙ্গিকার দিয়ে একটি চেক প্রদান করেন।নির্দিষ্ট তারিখে ব্যাংকে সেই চেক দিয়ে টাকা উঠাতে গেলে একাউন্টেটাকা না থাকায় তা ডিজঅনার হয়। পরে মিলনের সাথে বার বার যোগাযোগকরেও কোন সুরাহা না পেয়ে প্রতারণা মামলা করেন ভুক্তভোগী। খোঁজ নিয়েজানা গেছে, এটাই ইউসুফ আলী মিলনের প্রথম প্রতারণা নয়। শেবাচিমহাসপাতালে রয়েছে তার বিরূদ্ধে বিস্তর অভিযোগ। সাবেক মেয়র খোকনসেরনিয়াবাতের প্রভাব খাটিয়ে মাত্র কয়েক মাসে কোটি টাকাকামিয়েছে মিলন। স্বাচিব নেতা ডা. সায়েম এর ছত্রছায়ায় শেবাচিমেএকটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়। তাদের হাতে জিম্মি হয়ে পড়েপরিচালক সহ উর্দ্ধতনরাও। এছাড়াও আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে কর্মচারীইউনিয়নের সভাপতি বণে যায়। কর্মচারীদের ডিউটি রোস্টার সুবিধা মতকরে দেয়া । আউটসোসির্ং কর্মচারীদের নিকট থেকে টাকা নেয়া ওহাসপাতালের বিভিন্ন মালামাল গোপনে বিক্রি সহ নানা অবৈধ কর্মকান্ডেযুক্ত ছিলেন ইউসুফ আলী মিলন। হাসপাতালে উন্নয়ন কর্মকান্ডে ব্যবহৃতলোহার এঙ্গেল গোপনে বিক্রি করতো মিলন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষতাকে বিচারের আওতায় আনতে গেলে আওয়ামীলীগের ক্ষমতার প্রভাব খাটিয়েপরিচালক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিম্মি করে রাখতো এই মিলন। কর্মচারীইউনিয়নের সভাপতি হওয়ায় একটি সক্রিয় সিন্ডিকেট গড়ে তোলেন । ফলেহাসপাতালের বিচার বোর্ডে সে দোষী প্রমানিত হলেও কোন বিচার হয়নিতার। এছাড়া আওয়ামী আমলে জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের বিপক্ষেগিয়ে শান্তি সমাবেশ করা ও ছাত্রজনতার উপর হামলায় কর্মচারীদের নেতৃত্বদেয় মিলন। এদিকে গত ৫ আগষ্ট সরকার পরিবর্তন হলেও বহাল তবিৎয়তে রয়েযায় এই মিলন। ম্যানেজ করে কয়েকজন বিএনপি কর্মীসর্মথকদের নিয়েআবারও শেবাচিমে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। তবে সাধারণকর্মচারী মিলনের অত্যাচার ও এই সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতে উর্দ্ধতনকর্তপক্ষ সহ সং¯িøষ্টদেও হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষযে বরিশাল শেবাচিম হাসপাতালের উপ পরিচালক ডা. এস এমমনিরুজ্জামান শাহীন বলেন, ইতিমধ্যেই আমরা অফিস সহায়ক ইউসুফ আলীমিলনের কারাবাসের বিষয়টি জানতে পেরেছি। বিধি অনুযায়ী ব্যবস্থানেওয়া হচ্ছে।