এনডিএফ’র ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইসলামী ব্যাংক হাসপাতালের নবাগত সুপার
স্টাফ রিপোর্টার:ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বরিশাল নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ইসলামী ব্যাংক হাসপাতালের নবাগত সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। গতকাল রোববার দুপুরে হাসপাতালে সুপারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শেবাচিম এর সহযোগী অধ্যাপক ডা. এ এইচ এম রফিকুল বারী, সহযোগী অধ্যাপক ডা. আল মামুন হোসেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মো. আফজাল করিম, ক্যান্সার বিশেষজ্ঞা ডা. মোহসীন হাওলাদার, অর্থপেডিক সার্জন ডা. কে এম জাহিদুল ইসলাম সহ এনডিএফ বরিশালের প্রায় অর্ধশত সদস্য ও নেতৃবৃন্দ। সৌজন্য সভায় অর্থপেডিক সার্জন ডা. কে এম জাহিদুল ইসলাম বলেন, ডা. আলতাফ স্যার আমাদের একজন যোগ্য অভিভাবক।
তিনি সম্প্রতি বিএমডিসি এর কাউন্সির মনোনিত হয়েছেন। ইসলামী ব্যাংক হাসপাতালে তার নতুন দায়িত্ব পালনে চিকিৎসক সমাজ সর্বাত্মক সহযোগীতা নিয়ে পাশে থাকবে। এ সময় ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।