পিরোজপুরের কাউখালী উপজেলায় চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালী উপজেলায় চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ


আলোকিত বার্তা:পিরোজপুরের কাউখালী উপজেলায় চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধার করেছে পুলিশ। আর এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।আটক ব্যক্তিরা হলেন- ওই উপজেলার দাশেরকাঠী গ্রামের মো. আজিজ খানের ছেলে মো. মাহফুজ খান (২৩) ও একই গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২০)। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৩ অক্টোবর রাতের কোনো এক সময় দাশেরকাঠী গ্রামের মিজানুর রহমান সরদারের ঘর থেকে নগদ ১০ হাজার টাকা, আলমারির ড্রয়ারে থাকা স্বর্ণের একটি রুলি, স্বর্ণের একটি চেইন, স্বর্ণের আংটি, স্বর্ণের দুই জোড়া কানের দুল, একটি রূপার চেইন, দুই জোড়া রূপার নুপুর, এক জোড়া রূপার চুড়িসহ মোট দুই লাখ ৮৮ হাজার টাকার স্বর্ণ ও রূপার গহনা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান গত ২৬ অক্টোবর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায্যে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বসতঘর থেকে চুরির একটি রুলি, এক জোড়া কানের দুল, রূপার এক জোড়া নুপুর ও নগদ ১০২০ টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ জানান, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Top