বরিশালে নিজ গ্রামে পুলিশ সদস্য রাহাতের দাপট,জনমনে আতংক!!
মাসুদ রানা : বাংলাদেশ পুলিশে কর্মরত কনষ্টেবল হাসানুজ্জামান রাহাত (বিপি-৯৩১২১৪৫৮১৭,কং-৩৭৩) তার নিজ গ্রাম বরিশাল সদর উপজেলার চরহোগলা গিলাতলী গ্রামে এক আতংকেরনাম। ছুটিতে গ্রামে ফিরলে নিরীহ মানুষকে অত্যাচার,মারধর, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান /জমি দখলসহনানা অপকর্মেরর সাথে রয়েছে তার সম্পৃক্ততা। অন্য জেলায় কর্মরত থাকলে ছুটিতে বাড়ী ফিরে কন্ট্রাকেআসামি ধরতেন। এলাকায় আতংক ছড়িয়ে দিতে আলীশান বাড়ী নির্মান করে সেটির নাম দেন ”রাহাতবাংলাদেশ পুলিশ ” । এমনকি নিজস্ব ফেসবুকের মাধ্যমেও গ্রামের অনেককে কটাক্ষ করতেন। পুলিশকনষ্টেবল রাহাতের অত্যাচার থেকে বাঁচতে এলকাবাসীর পক্ষথেকে বরিশাল ডিসির কাছে অভিযোগ ও
আদালতে মামলা করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সর্বশেষ ভোলা জেলায় কর্মরত থাকলেও ৫ অগাষ্টের পরঢাকা রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে । অনুসন্ধানে জানা যায়, গ্রামবাসীর পক্ষ থেকেবরিশাল জেলা প্রশাসক’র কাছে বাংলাদেশ পুলিশে কর্মরত কনষ্টেবল হাসানুজ্জামান (বিপি-৯৩১২১৪৫৮১৭,কং-৩৭৩) রাহাতের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগে উল্লেখ করা হয়েছে,পুলিশ রাহাত তার নিজ গ্রামে সন্ত্রাসী বাহিনী গঠন করে তাদের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি করেন।পাশাপাশি বিভিন্ন মানুষকে হয়রানী করে। পাশাপাশি ভবন নির্মান করে তার নাম দেন ”রাহাত বাংলাদেশপুলিশ ” । এতে গ্রামের সহজ সরল মানুষের মধ্যে ব্যাপক আতকেংর সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তোলা হয়।
বরিশাল সদর বেলতলা খেয়াঘাট থেকে ট্রলার যোগো চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে পা রাখলেইভবনটি চোখে পড়ে। নাম না প্রকাশ করার শর্তে এলাকার অনেকেই সাংবাদিকদের জানান, ছুটিতেগ্রামে আসলে এই ভবনে বসেই তদবির বাণিজ্য করতো রাহাত। টাকার বিনিময়ে কর্মস্থল ছেড়ে নিজগ্রামের আসামি ধরতো। ভোলায় কর্মরত থাকলেও ছুটিতে থাকা পুলিশ রাহাত গেল ১১ সেপ্টেম্বর-২০২৪ইং তারিখ তুহিন নামে এক আসামিকে বরিশাল কোর্টকম্পাউন্ড এলাকায় বসে মারধর করেকোতয়ালী থানায় নিয়ে যায় এবং সাথে থাকা টাকা পয়শা লুট করে নিয়ে যায় । এ ঘটনায় কনষ্টেবলরাহাতকে আসামি করে বরিশাল আদালতে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগি। মামলা নং-১৭৪৮। এছাড়াওফেসবুকে হয়রানী করায় জাহিদ হাসান নামে এক ভুক্তভোগি বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাদায়ের করেছেন পুলিশ কনষ্টবল রাহাতের বিরুদ্ধে। বাজার রোডস্থ মাহমুদিয়া মাদ্রাসা সংলগ্ন হাফেজআয়রন নামে একটি ব্যবসা প্রতিষ্টানের কাছে চাঁদা দাবি করে তালা ঝুলিয়ে ছিল বলেও অভিযোগউঠেছিল। এ বিষয়ে পুলিশ কনষ্টেবল হাসানুজ্জামান রাহাত এ প্রতিবেদককে জানান, আদালতে মামলাহয়েছে জানি , সেটা আদালতের মাধ্যমে বুঝে নেব। এর বাইরে এ বিষয়ে আপনাদের সাথে আর কিছুবলতে চাচ্ছি না বলে মোবাইলের লাইন কেটে দেন।