৮ জেলের জরিমানা নিষেধাজ্ঞার প্রথম দিন
আলোকিত বার্তা:নিষেধাজ্ঞা শুরুর প্রথমদিন ইলিশ ধরার অপরাধে ভোলার চরফ্যাশন উপজেলায় আট জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা হয়েছে আট হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি মাছ।রোববার (১৩ অক্টোবর) উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিত।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজননের সময় বিবেচনা করে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা বাস্তবায়নে করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ, কোস্টগার্ড ও পুলিশ।