নিজ কক্ষে ঝুলছিল সার্ভেয়ারের মরদেহ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিজ কক্ষে ঝুলছিল সার্ভেয়ারের মরদেহ


আলোকিত বার্তা:বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ারের মরদেহ পেয়েছে পুলিশ। অফিসে নিজ কক্ষেই ফ্যানের সঙ্গে ঝুলছিল তার মরদেহ।রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পায় পুলিশ। বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।যে সার্ভেয়ারের মরদেহ পাওয়া গেছে, তার নাম মো. জসিমউদ্দিন খান (৫০)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তবে চাকরিসূত্রে তিনি বরিশাল নগরে থাকতেন।বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ভূমি অফিসের তিন তলায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিলেন সার্ভেয়ার জসিমউদ্দিন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। আর এটি হত্যা না আত্মহত্যা, তদন্ত না করেও নিশ্চিত বলা যাবে না।

নৈশপ্রহরী নিখিল জানান, সন্ধ্যা ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। ভাত নিয়ে এসে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে মরদেহ। পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

Top