নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে উপজেলা শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩


ইমন হাওলাদার:ঝালকাঠির নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার(৩ অক্টোবর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নলছিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপন, সদস্য এনামুল হক নান্টু ও কুশংগল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান সরদার।নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, সদর থানার একটি মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Top