বেনাপোল সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।শনিবার রাতে এ পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া পাকা রাস্তা এলাকায় অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানটি উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়।বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মামুন শিকদার অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিজিবির অভিযানে উদ্ধার পিস্তল ও তিন রাউন্ড গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

Top