জুলাই বিপ্লবে শহিদ ১৪২৩, আহত ২২ হাজার - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে শহিদ ১৪২৩, আহত ২২ হাজার


মোহাম্মাদ মুরাদ হোসেন: শহিদ এবং আহতদের সংখ্যায় আরও কিছু সংযোজন-বিয়োজন হতে পারে।এ বিষয়ে খুব শিগগির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে রাজধানীসহ সারা দেশে ১ হাজার ৪২৩ জন শহিদ হয়েছেন। এ সময় ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম।তিনি বলেন, এ সংক্রান্ত প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। বিষয়টি নিয়ে সমন্বিতভাবে কাজ করতে ‘জাতীয় নাগরিক কমিটি’ ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ বড় পরিসরে একটি কমিটি করতে যাচ্ছে।ভিডিও বার্তায় তরিকুল ইসলাম বলেন,আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা ৫৮৭ জন। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন।তাদের মধ্যে ৯২ জন দুই চোখেই গুলি খেয়েছেন বা দুই চোখই নষ্ট হয়ে গেছে। তিনি বলেন,আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। কারণ এই সংখ্যাটা বিপুল।এখন পর্যন্ত ২২ হাজার আহত মানুষের তালিকা আছে।

এ বিষয়ে স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম বলেন,শহিদ ও আহতদের তালিকা করা একটি দুরূহ কাজ। বিভিন্নভাবে নাম নথিভুক্ত হয়েছে, যেখানে একই ব্যক্তির নাম একাধিকবার তালিকায় এসেছে। এসব নাম যাচাই-বাছাই শেষে ১ হাজার ৪২৩ জন ছাত্র-জনতা শহিদ হওয়ার তথ্য পাওয়া গেছে। এ নামগুলোর আরও অধিকতর যাচাই-বাছাই চলছে। ইতোমধ্যে পাঁচ শতাধিক নাম যাচাই শেষ হয়েছে। আশা করি, তালিকার সবার নাম যাচাই শেষ হলে খুব দ্রত একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।তিনি আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সমন্বিতভাবে কাজ করতে বড় পরিসরে একটি কমিটি করতে যাচ্ছে। এ কমিটির মাধ্যমে শহিদ ও আহতদের তথ্য যাচাই-বাছাই অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম করা যাবে।এদিকে গণঅভ্যুত্থানে শহিদদের প্রত্যেক পরিবার এককালীন ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ এক লাখ টাকা করে পাবেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। বুধবার ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।চলতি সপ্তাহেই শুরু হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম। ইতোমধ্যে ১০০ কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুদান হিসাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

Top