বিআরইউয়ের সভাপতি আনিসুর, সাধারণ সম্পাদক খালিদ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিআরইউয়ের সভাপতি আনিসুর, সাধারণ সম্পাদক খালিদ


ইমন হাওলাদার:বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ/ ঢাকা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন।শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট বিআরইউ কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সহ-সভাপতি বশির আহমেদ (বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসন (দখিনের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক) এবং ক্রীড়া সম্পাদক বায়েজিদ মোল্লা পান্নু (বরিশালের আলো) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মিথুন সাহা (বৈশাখি টেলিভিশন), তন্ময় তপু (নাগরিক টিভি) ও মর্জিনা বেগম (বরিশাল বেতার)। বিআরইউয়ের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।

Top