নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে রাসেলকে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে রাসেলকে আটক


মো.খলিলুর রহমান:ভোলায় যৌথবাহিনী অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও দশটি দেশীয় অস্ত্রসহ মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে রাসেলকে আটক করা হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে জেলা শহরের আবহাওয়া অফিস সংলগ্ন নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্টগার্ড জানায়, দৌলতখান উপজেলার মদনপুর ইউপির চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও মেঘনা নদীতে দস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও আসামিদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Top