বরিশালের উজিরপুরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের উজিরপুরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে


মো.খলিলুর রহমান:বরিশালের উজিরপুরে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।মৃত সোহাগ হোসেন (৩২) উজিরপুর উপজেলার দক্ষিণ হারতা ৯নং ওয়ার্ডের মো. মজিবুর রহমানের ছেলে।স্থানীয়রা জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাটার সময় গাছের অংশ সোহাগের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ওই যুবকের অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম বইছে বলে জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম তালুকদার।

Top