আমেরিকায় আর যাওয়া হলো না - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় আর যাওয়া হলো না


মো.খলিলুর রহমান:আমেরিকায় আর যাওয়া হলো না বরগুনার তালতলী উপজেলার নজরুল ইসলাম ডাকুয়া (৪৭) নামের এক ব্যক্তির বিমানযাত্রার আকাশ পথেই তার মৃত্যু হয়।বরগুনার তালতলী উপজেলার ছোট বগি ইউনিয়নের বগিবাজার নামক এলাকার বাসিন্দা তিনি। অবসরপ্রাপ্ত একজন কলেজশিক্ষক ছিলেন নজরুল। তার চার ভাই ও মাআমেরিকাপ্রবাসী।জানা গেছে, তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বগিবাজার এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৭) মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা থেকে একটি বিমানের ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। বিমানটি হংকং বিমান বন্দরে যাত্রাবিরতির আগেই নজরুল ইসলাম ডাকুয়া অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। পরে তার মরদেহ ওই বিমানবন্দরে রেখে বিমানটি যুক্তরাষ্ট্র চলে যান।

নজরুল ইসলাম প্রায় ১৫ বছরের চেষ্টায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার ভিসা পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে সবকিছু ঠিকঠাক করতে বাংলাদেশ থেকে বিমানে করে নিজে আগে রওনা দেন। কিন্তু মাঝ আকাশের বিমানে মর্মান্তিক মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।নজরুল ইসলামের স্ত্রী লায়লা আক্তার লিলি বলেন, প্রায় ১৫ বছরের চেষ্টায় আমিসহ দুই সন্তান নিয়ে আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছিলেন আমার স্বামী। সবকিছু ঠিকঠাক করার জন্য তিনি আগে রওনা হন। সেখানে সবকিছু ঠিকঠাক করে পরে আমাদের নিয়ে যাওয়ার কথা। কিন্তু যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যেই তিনি মারা গেলেন। ধারণা করা হচ্ছে বিমানের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।তিনি আরও বলেন, তার চার ভাই ও মা আমেরিকার স্থায়ী নাগরিক হয়ে বসবাস করে আসছেন। খবর পেয়ে তারা হংকং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকল আইনি প্রক্রিয়া শেষ করে তারা লাশ বাংলাদেশে নিয়ে আসবেন।

Top