কুঞ্জেরহাট বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুঞ্জেরহাট বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে


ইমন হাওলাদার:ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯টি দোকান পুড়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক পৌনে ১টার দিকে কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন রোড এলাকার একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রাপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে জুয়েলারি দোকান, কুকারিজের দোকান, টিনের দোকান, গ্লাসের দোকানসহ ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও ভোলা সদরের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

Top