আলোকিত বার্তা বিশেষ প্রতিনিধি মো:ইমন হাওলাদারের মেয়ের শুভ জম্ম দিন - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোকিত বার্তা বিশেষ প্রতিনিধি মো:ইমন হাওলাদারের মেয়ের শুভ জম্ম দিন


আলোকিত বার্তা :জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত বার্তা বিশেষ প্রতিনিধি ও দক্ষিণ বঙ্গ প্রেস ক্লাবের সহ কারি অর্থ বিষয়ক সম্পাদক মো:ইমন হাওলাদারের মেয়ে ফাতেমা ইসলাম হুমায়রা মাতা’: আশা আক্তার অনন্যা।শুভো জম্ম দিন জন্ম, ০৯.০৯.২০২২ সাল। পৃথিবীর আলোর মুখ দেখেছে। শুভো জম্ম দিনের শুভেচ্ছা ও শুভকামনা আলোকিত বার্তার পরিবারের পক্ষ থেকে ও দক্ষিণ বঙ্গ প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল। মহান আল্লাহ্ তায়ালা তাকে নেক হায়াত দান করুন ।

কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে । ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমাদের হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই **** শুভ জন্ম দিন দাদা, দাদি ও নানা, নানী ওচাচা, চাছি ফুফু, ফুফা, খালা, মামা ও ভাইয়েরা তার জন‍্য শুভকামনা জানিয়েছিলেন।

Top