যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক কুপিয়ে হত্যা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক কুপিয়ে হত্যা


মো.খলিলুর রহমান:ঝালকাঠি সদর উপজেলায় শত্রুতার জেরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবলীগ নেতা সাঈদুর রহমান স্বপনকে (৫৪) কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শেখেরহাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি শেখের ইউনিয়ন যুবলীগ নেতা ছিলেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, জানতে পেরেছি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি স্বপন খুন হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং এক সময় এলাকায় তার অনেক প্রভাব ছিল।এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশ সুপার।

Top