ববিতে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম একদিনের জন্য স্থগিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ববিতে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম একদিনের জন্য স্থগিত


ইমন হাওলাদার:বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। তারা এখন পরীক্ষা দেওয়া কিংবা শ্রেণিকক্ষে আসা সম্ভব নয়। তাই একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তাই নোটিশে অনিবার্য কারণে পাঠদান ও পরীক্ষা একদিনের জন্য স্থগিত করা কথা উল্লেখ করা হয়েছে।

Top