লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি থানায় জমা দেওয়ার আহ্বান ডিএমপির
আলোকিত বার্তা:যাদের কাছে লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি আছে সেগুলো থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রোববার রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুধে বার্তায় একথা জানানো হয়।বার্তায় বলা হয়, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতিসত্বর নিকটস্থ থানায় জমা দিন।
লাইসেন্সবিহীন অস্ত্র/গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।