আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত রায়হানের বাড়িতে বসুন্ধরা শুভসংঘ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত রায়হানের বাড়িতে বসুন্ধরা শুভসংঘ


মো.খলিলুর রহমান:কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত রায়হান আকনের (১৭) স্বজনদের জন্য তার বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বুধবার (৭ আগস্ট) বিকেলে রায়হানের বাবা কালাম আকন ও মা রেহেনা আক্তারকে সমবেদনা জানানো হয় এবং খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।গত জুলাই নিহত হন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকার ছেলে রায়হান।এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সদস্য ও তরুণ সংগঠন জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মারুফ ইসলাম, কর্মসূচি সম্পাদক মো. লিমন হোসেনসহ অনেকে।এসময় রায়হানের মায়ের সঙ্গে কথা বলেন শুভসংঘ সদস্যরা। সন্তানের শোকে নির্বাক মা। চোখের পানিও যেন শুকিয়ে আসছে।

বাবা কালাম আকন বলেন, আমার বাবাকে দুইটা গুলি করছে। পা টা ঝুলে ছিল। আমার বাবার কি দোষ ছিল? কেন আমাকে সন্তানহারা করা হলো? কার মুখে বাবা ডাক শুনব? পাস করেই আরও ভালো পড়াশোনা করতে ঢাকা গেছিল।কিন্তু হাসিনা বাঁচতে দিল না। দেশ ও ক্ষমতা তো ছাড়লি, আমার পোলাডারে মারলি। যে দেশ রেখে গেছে, তোমরা তার সুফল নিও,যোগকরেন তিনি।গত ৫ আগস্ট সকালে ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হন রায়হান। পরে তার খোঁজ না পেয়ে মামাতো ভাই কাওসার আকন পাগল পাড়া হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ শনাক্ত হয়। রায়হান বাবা-মায়ের বড় সন্তান, তার এক বোন আছে।

Top