পবিপ্রবির নতুন রেজিস্ট্রার হেমায়েত জাহান - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার হেমায়েত জাহান


মো.খলিলুর রহমান:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।সোমবার (৬ আগস্ট) বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড.সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে নতুন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে প্রাক্তন রেজিস্ট্রারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, প্রথমেই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, বিশ্ববিদ্যালয়ের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকে, আশা রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই এ দায়িত্ব পালনে আমাকে সহযোগিতা করবেন।

দেশের বিগত কয়েকদিনের আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বিতর্কিত মন্তব্য করেন ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে তাকে সরিয়ে অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অনেকে বলছেন।

Top