শেখ হাসিনার দেশত্যাগের খবরে বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশত্যাগের খবরে বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা


আলোকিত বার্তা:শেখ হাসিনার দেশত্যাগের খবরে বরিশালের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা। এসময় তাদেরকে জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।সোমবার (৫ আগস্ট) বেলা বিকাল ৩টার দিকে নগরীর সদর রোড, নথুল্লাবাদ, রূপাতলীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের হয়।সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে নগরীর সদর রোড লোকে লোকারণ্য হয়ে যায়। তারা বিভিন্ন এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে সদর রোড অতিক্রম করে।

এসব মিছিলে শিশু, ছাত্র-জনতাদের উল্লাস করতে দেখা যায়। এছাড়া নগরীর নথুল্লাবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফটকের পৌঁছায়।কোটা সংস্কার আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, এ বিজয় দেশের জনসাধারণের। আমরা ছাত্ররা লাগাতার আন্দোলন করে দাবি আদায় করেছি। এ বিজয়ে আমরা আনন্দিত।

Top