বাউফলে গোয়াল ঘরের খরের স্তূপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে গোয়াল ঘরের খরের স্তূপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার


মো.খলিলুর রহমান:বাউফলে গোয়াল ঘরের খরের স্তূপ থেকে একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব নওমালা গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গোয়াল ঘরের মালিক ইউসুফ মুন্সি তার গৃহপালিত গরুকে খাওয়ানোর জন্য খরের স্তূপ থেকে খড়কুটো আনতে গেলে অস্ত্রটি দেখতে পায়।পরে তিনি পুলিশকে খবর দিলে সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আগ্নেয় অস্ত্রটি জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইফেল।

এ বিষয়ে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন বলেন, গোয়াল ঘরের খরের স্তূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

Top